ChatGPT এবং অন্যান্য AI টুলের আগমনের ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে—ভবিষ্যতে কি মানুষের চাকরির বাজার কমে যাবে?
বিশেষজ্ঞদের মতে, AI মানুষের কাজকে সহজ করবে, কিন্তু সৃজনশীল এবং জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে মানুষের বিকল্প নেই। বরং যারা AI টুল ব্যবহার করতে জানবে, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে।
প্রযুক্তিকে ভয় না পেয়ে তাকে কাজে লাগানো শিখুন।